Header Ads Widget

Responsive Advertisement

Read the hadith and build life

 1.হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা) থেকে বর্ণিত, তিনি বললেন রাসূল (সা) এরশাদ করেছেন, যে ব্যক্তি স্বচক্ষে

কিয়ামতের দৃশ্য দেখার আনন্দ উপভোগ করতে চায় তাহলে তারা, সূরা তাকভীর, সূরা   ইনফিতার,  সূরা  ইনশিকাক্ব পড়া উচিত, (হাদিস তিরমিজি 3256 )


2.হযরত মুস্তাওরিদ বিন শাদ্দাদ (রা)হতে বর্ণিত তিনি বলেন ,হযরত নবী করীম (সা) বলেছেন পরকালের তুলনায় দুনিয়া শুধু ততটুকু,যে তোমাদের কেহ যদি তার অঙ্গুলি          ( হাদিসের এক বর্ণনাকারী ইয়াহিয়া অনামিকা আঙ্গুলের ইশারা করলেন অর্থাৎ কেউ যদি তার অনামিকা আঙুল) সমুদ্রে ডুবিয়ে বের করে আনেন,অতঃপর সে দেখবে যে,সেই আঙুল কতটুকু পানি নিয়ে ফিরেছে (মুসলিম 5101)


3. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি কেয়ামতের দিন মানুষকে নগ্ন পায়ে,উলঙ্গ, খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে আমি বললাম,  রাসূলুল্লাহ (সা) নারী পুরুষ একসাথে পরস্পর পরস্পরের দিকে তাকাবে রাসুল(সা)

বলেছেন,হে আয়েশা সেদিনকার অবস্থা এত ভয়াবহ যেএকজন অন্যের দিকে তাকানোর ফুরসত পাবে না (বোখারী কাইফাল হাশর/ 6046)(মুসলিম 5102 )


1. Narrated Abdullah bin Omar: The Prophet (peace and blessings of Allaah be upon him) said:

If they want to enjoy the scene of Resurrection, they should recite Surah Infitar, Surah Insikak (Hadith Tirmidhi 3256).


2. Narrated from Mustawarid bin Shaddad (may Allah be pleased with him) that the Prophet (peace and blessings of Allah be upon him) said that the world is only as much as the Hereafter, if any one of you pointed his finger (Yahya Anamika finger one of the narrators of Hadith) He dives it out, then he sees how much water that finger has brought back (Muslim 5101)


3. Narrated Ayesha: I heard the Messenger of Allah, may Allah bless him and grant him peace, say that on the Day of Resurrection people will be gathered barefoot, naked and uncircumcised. )

Said, O Ayesha, the situation of that day is so terrible that one will not have time to look at the other (Bukhari Kaifal Hashr / 6046) (Muslim 5102)


Post a Comment

0 Comments