সিজদার তাসবিহ
উচ্চারণ : সুবহানা রাব্বিয়াল আ‘লা
سبحان ربي الاعلى
অথ: আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি
(সহীহ মুসলিম, হা/১৮৫০, আবু দাউদ,হা/ ৮৭১)
উচ্চারণ : সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়াবিহামদিকা আল্লাহুমাগফিরলি
سبحانك اللهم ربنا وابي هنديكا اللهم اغفر لي
অথ: হে আল্লাহ আমাদের রব আপনার পবিত্রতা ও মহিমা ঘোষোনা করছি
আপনার প্রশংসাসহ হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন
(সহীহ বোখারী, হা/৭৯৪ ,সহীহ মুসলিম, হা/১১১৩)
উচ্চারণ : আল্লাহুমাগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আয়ালাহু ওয়া আখিরাহু আলানিইয়াতাহু ওয়া র্সিরাহু
اللهم اغفر لي جنبي كله دكه واعو له واخره على اني يا بطه واصير له
অথ: হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিন তার ক্ষুদ্র অংশ
তার বড় অংশ আগের গুনাহ পরের গুনাহ প্রকাশ্য ও গোপন গুনাহ
(সহীহ মুসলিম, হা/ ১১১২ , আবু দাউদ,হা/৮৭৮ , সহীহ ইবনে হিব্বান হা/১৯৩১)
0 Comments